৬৫৩১ শিক্ষক নিয়োগ বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি সোমবার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ মার্চ ২০২৫ ০৩:৩০ অপরাহ্ণ   |   ১০৩ বার পঠিত
৬৫৩১ শিক্ষক নিয়োগ বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি সোমবার

ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬ হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। এ আবেদনটির শুনানি আগামী সোমবার অনুষ্ঠিত হবে। রোববার, আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ, যেটি বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে গঠিত, এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং অপরপক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও মুনতাসির আহমেদ।
 

এর আগে, ১৯ নভেম্বর হাইকোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ৬ হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেয়ার সিদ্ধান্ত স্থগিত করেন। আদালত কোটা পদ্ধতি অনুসরণ করে নিয়োগ দেয়ার কারণে এই স্থগিতাদেশ দেন।
 

৩১ অক্টোবর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের (তিন পার্বত্য জেলা ছাড়া) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এ ফলাফলে ৬ হাজার ৫৩১ জন উত্তীর্ণ হন, এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এটি প্রকাশিত হয়।
 

এছাড়া, ২৮ মে হাইকোর্ট ঢাকা ও চট্টগ্রাম বিভাগের (তিন পার্বত্য জেলা ছাড়া) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে মৌখিক পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া ছয় মাসের জন্য স্থগিত করেছিলেন। পরবর্তীতে, আপিল বিভাগ হাইকোর্টের স্থগিতাদেশ খারিজ করে মৌখিক পরীক্ষা গ্রহণের অনুমতি দেয়। তবে, লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে গণমাধ্যমে আসা অভিযোগ অনুসন্ধান করতে আদালত নির্দেশ দেন।