রিকশাচালকদের ৭২ ঘণ্টার আলটিমেটাম

প্রকাশকালঃ ২৬ আগu ২০২৪ ০১:৫৭ অপরাহ্ণ ৩১৯ বার পঠিত
রিকশাচালকদের ৭২ ঘণ্টার আলটিমেটাম

ঢাকা প্রেস নিউজ


ঢাকা শহরের রিকশাচালকরা সোমবার (২৬ আগস্ট) সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিকশা মালিক ঐক্যজোটের আয়োজনে এই বিক্ষোভে তারা ব্যাটারি-মোটরচালিত রিকশা চলাচল বন্ধ করাসহ ৭ দফা দাবি জানান।

 

রিকশাচালকদের দাবিগুলো হলো:

  • ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে রিকশা মালিকানা নতুন লাইসেন্স প্রদান ও পুরাতন লাইসেন্স নবায়ন করা।
  • সরকারের রাজস্ব বৃদ্ধি করার লক্ষ্যে ও বৈধ লাইসেন্সধারী রিকশা পেশাজীবীদের স্বার্থে ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশন থেকে চালক লাইসেন্স প্রদান করা।
  • অসুস্থ চালকদের ফ্রি মেডিকেল চিকিৎসা প্রদান করা।
  • ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশনের লাইসেন্স প্রাপ্ত রিকশা পেশাজীবীদের ব্যবসায়িক ট্রেড লাইসেন্স প্রদান করা।
  • রিকশাকে বাঙালি মুলুকের প্রাচীন বাহন হিসেবে স্বীকৃতি দেওয়া এবং জাদুঘরে স্থান দেওয়া।
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত এবং আহতদের পরিবারকে পুনর্বাসন করা।
  • গুলশান, বনানী, বারিধারা এলাকায় বেআইনিভাবে বিশেষ পোশাকে রিকশা পরিচালনা বন্ধ করা।
     

শাহবাগ মোড়ে অবস্থানের ফলে এলাকাটিতে যান চলাচল ব্যাহত হয়। পরে দুপুর ১২টার দিকে রিকশাচালকরা ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ ছেড়ে দেন।
 

আনসারদের আন্দোলন:

এর আগে রোববার, চাকরি জাতীয়করণের দাবিতে আনসার সদস্যরা প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে সমাবেশ করেন। পরে রাতে সচিবালয় অবরুদ্ধ করেও বিক্ষোভ করেন। তাদের দাবি মেনে নেওয়ার পরও অবরোধ চালিয়ে অরাজকতা করার চেষ্টা করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা জড়ো হয়ে তাদের ধাওয়া দেন। পরে তারা পালিয়ে যায়। এ সময় সেনাবাহিনীর সদস্যা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
 

অধ্যাপক ইউনূসের বক্তব্য:

গতকাল সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে এক ভাষণে বলেন, "আপনারা কেউ কোনো কর্মসূচি দিয়ে আমাদের ঘেরাও করে কাজের ব্যাঘাত ঘটাবেন না। কোনো দাবি-দাওয়া থাকলে লিখিতভাবে আমাদের কাছে পেশ করুন। আমরা সেটি বিবেচনা করব।"