মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
পোস্টে মাহফুজ আলম লেখেন, “মাইলস্টোন ট্রাজেডির পূর্ণাঙ্গ তদন্তের লক্ষ্যে শিগগিরই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। শিক্ষার্থীদের উত্থাপিত ছয়টি দাবির সঙ্গে সমন্বয় রেখেই এই কমিটি কাজ করবে। ইতোমধ্যে শিক্ষা সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সরকার ন্যায্য যেকোনো দাবি মেনে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
উল্লেখ্য, এর এক দিন আগে, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে উত্তরার দিয়াবাড়ী এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এফ-৭ বিজিজিআই (৭০১) মডেলের বিমানটি আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়।
এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে, যাদের মধ্যে ২৫ জনই শিশু। এছাড়া গুরুতর আহত অবস্থায় অন্তত ১৬৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।