চীনের ইউনান প্রদেশে ভূমিধসে চাপা পড়েছে অন্তত ৪৭ জন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ জানুয়ারি ২০২৪ ০৩:৩০ অপরাহ্ণ   |   ২২৮ বার পঠিত
চীনের ইউনান প্রদেশে ভূমিধসে চাপা পড়েছে অন্তত ৪৭ জন

চীনের ইউনান প্রদেশে ভূমিধসে অন্তত ৪৭ জন চাপা পড়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। স্থানীয় সময় আজ সোমবার (২২ জানুয়ারি) ভোরে এই ঘটনা ঘটে।

ইউনান প্রদেশের ঝাওটং শহরের কাছের একটি গ্রামে এই ভূমিধস ঘটে। গ্রামটিতে ৪৭ জন বসবাস করত বলে জানা গেছে।

ভূমিধসের পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। উদ্ধারকারীরা এখনও ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং হতাহতের সংখ্যা যতটা সম্ভব কমিয়ে আনার জন্য সর্বাত্মক তল্লাশি ও দ্রুত উদ্ধার প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।

ভূমিধসের কারণ এখনও জানা যায়নি। তবে, বিশেষজ্ঞরা বলছেন, তীব্র বৃষ্টিপাতের কারণে এই ভূমিধস হতে পারে।

চীনে ভূমিধসের ঘটনা ঘটে প্রায়ই। ২০২০ সালের মে মাসে চীনের গুইঝু প্রদেশে ভূমিধসে অন্তত ৪০ জন নিহত হয়েছিল।