বৃহস্পতিবার (১৭ জুলাই) ভারতের তামিলনাড়ু রাজ্যের তিরুপুর জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এ রায় ঘোষণা করেন বিচারক সি. শ্রীধর। কারাভোগ শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে তামিলনাড়ুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত।
তামিলনাড়ু পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি অবৈধ বিদেশিদের সন্ধানে তিরুপুর জেলার আরুলপুরম এলাকার একটি বেসরকারি টেক্সটাইল কোম্পানির হোস্টেলে অভিযান চালায় পাল্লাদাম থানা পুলিশ। সেখান থেকে বৈধ কাগজপত্র না থাকা ২৮ জন বাংলাদেশিকে আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে সবাই স্বীকার করেন যে তারা বৈধ ভিসা বা অনুমতি ছাড়াই ভারত প্রবেশ করেছেন এবং বিভিন্ন সময় সেখানে বসবাস শুরু করেন। পুলিশ জানায়, এসব বাংলাদেশি ৬ মাস থেকে শুরু করে কেউ কেউ ১০ বছর পর্যন্ত ভারতে অবৈধভাবে অবস্থান করছিলেন। তারা প্রথমে চেন্নাই এবং পরে তিরুপুরে গিয়ে আশ্রয় নেন। এরপর মুরুগামপালায়াম ও ছেত্তিপালায়াম এলাকার বিভিন্ন টেক্সটাইল কারখানায় কাজ শুরু করেন।
গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে ভারতের ফরেনার্স অ্যাক্টের ১৪ ধারার ৩(২)(সি) উপধারায় মামলা দায়ের করা হয়। আদালতের রায়ে দোষী সাব্যস্ত হয়ে তারা এখন সাজা ভোগ করছেন।