কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে গাঁজা কেনার সময় ১০ টাকা কম দেওয়ার বিষয় নিয়ে সংঘর্ষের জেরে এক কিশোরকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কুমারখালী ফাজিল মাদ্রাসার ভেতরে এ ঘটনা ঘটে।
আহত কিশোর কুমারখালী এম এন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত কিশোরের পরিবারের পক্ষ থেকে জানা গেছে, রোববার শেরকান্দি পশুহাট এলাকার মাদক ব্যবসায়ী আরিফের কাছে গাঁজা কিনতে যায় কিশোরটি। ১০ টাকা কম দেওয়ায় তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরপর মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পথে আরিফের সহযোগীরা কিশোরকে ধাওয়া করে। আতঙ্কিত কিশোর মাদ্রাসার ভেতরে প্রবেশ করলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার পিঠ, ঘাড় ও মাথায় আঘাত করে। স্থানীয়রা কিশোরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ঘটনার পর থেকে আরিফ গা-ঢাকা দিয়েছেন। তার ফোন বন্ধ থাকায় তার মন্তব্য নেওয়া যায়নি।
কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম জানান, কিশোরের শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে, তবে তার অবস্থা বর্তমানে শঙ্কামুক্ত।
কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান জানান, এ ঘটনায় এখনো কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।