দগ্ধদের চিকিৎসায় ঢাকায় বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে ভারত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ জুলাই ২০২৫ ০৭:৫০ অপরাহ্ণ   |   ৩৪ বার পঠিত
দগ্ধদের চিকিৎসায় ঢাকায় বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে ভারত

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তা দিতে ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে ভারত। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ যোগাযোগের ভিত্তিতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপদস্থ সূত্র জানায়, বার্ন ইউনিটে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন দু’জন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের একটি ছোট দল মঙ্গলবারই ঢাকায় পৌঁছাবেন। সঙ্গে থাকবে আধুনিক চিকিৎসা সরঞ্জামও। প্রাথমিক এই সহায়তার পর প্রয়োজন অনুযায়ী আরও চিকিৎসক পাঠানো হবে বলেও জানানো হয়।
 

সূত্রটি আরও জানিয়েছে, দুর্ঘটনার পরপরই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের পররাষ্ট্র সচিবকে ফোন করে ভারতের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

 



 

সোমবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় দুর্ঘটনায় শোক প্রকাশ করে বলেন, “এই সংকটকালে বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে ভারত প্রস্তুত।”
 

এ ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে সমন্বয় করে কার্যক্রম চালানো হচ্ছে।
 

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, অধিকাংশ আহতের শরীর দগ্ধ হওয়ায় বার্ন স্পেশালিস্ট এবং আধুনিক চিকিৎসা সরঞ্জামের প্রয়োজন রয়েছে। সেই অনুরোধ অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেয় দিল্লি, এবং প্রথম ধাপে চিকিৎসক ও নার্সদের একটি দল পাঠানো হয়।
 

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতেও প্রয়োজনে আরও চিকিৎসক ও নার্স পাঠানো হবে।

সূত্র: বিবিসি বাংলা