৬ দাবিতে উত্তাল মাইলস্টোন: শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ জুলাই ২০২৫ ০১:০২ অপরাহ্ণ   |   ৩৭ বার পঠিত
৬ দাবিতে উত্তাল মাইলস্টোন: শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনায় ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে শত শত শিক্ষার্থী ৬ দফা দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে জড়ো হয়ে রাস্তায় অবস্থান নেন।
 

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা ‘বিচার চাই না, সন্তানের লাশ চাই’, ‘সঠিক লাশের হিসাব চাই’—এমন নানা স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার হাতে গোলচত্বরের সড়কে শান্তিপূর্ণভাবে বসে পড়ে আন্দোলন শুরু করেন। পুলিশের একাধিক অনুরোধ সত্ত্বেও তারা অবস্থান থেকে না সরে শান্তভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
 

আন্দোলনরত শিক্ষার্থীদের ভাষ্য, “আমরা সহিংসতা চাই না। কিন্তু এত বড় দুর্ঘটনার পরও কেউ দায় নিচ্ছে না, কোনো জবাবদিহি নেই। আমরা এর বিচার চাই, ন্যায়বিচার চাই।”
 

শিক্ষার্থীদের উত্থাপিত ৬ দফা দাবি হলো—
১. নিহতদের নাম ও পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ
২. আহতদের সঠিক ও সম্পূর্ণ তালিকা প্রদান
৩. ঘটনাস্থলে শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা
৪. প্রত্যেক নিহত ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ
৫. ঝুঁকিপূর্ণ বিমান ব্যবহার বাতিল
৬. প্রশিক্ষণ ব্যবস্থার আধুনিকায়ন ও সংস্কার

 

এর আগে সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি এফ-৭ বিজজিআই (৭০১) মডেলের প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। মুহূর্তেই আগুন ধরে যায় বিমানটিতে।
 

এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে, যার মধ্যে ২৫ জনই শিশু। আহত হয়েছেন অন্তত ৭৮ জন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।