খাগড়াছড়িতে বেগম খালেদা জিয়ার পারলৌকিক শান্তি কামনায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ জানুয়ারি ২০২৬ ০৩:০০ অপরাহ্ণ   |   ৩৪ বার পঠিত
খাগড়াছড়িতে বেগম খালেদা জিয়ার পারলৌকিক শান্তি কামনায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি:


 

খাগড়াছড়িতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পারলৌকিক শান্তি ও মঙ্গল কামনায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের উদ্যোগে বিশেষ প্রার্থনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 


 

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি ইয়ংড বৌদ্ধ বিহারে খাগড়াছড়ি জাতীয়তাবাদী বৌদ্ধ সমাজের আয়োজনে এ বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এ সময় বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপদানসহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে প্রয়াত নেত্রীর আত্মার শান্তি কামনা করা হয়।
 

বৌদ্ধ বিহারে আয়োজিত প্রার্থনায় খাগড়াছড়ি জাতীয়তাবাদী বৌদ্ধ সমাজের নেতা ও খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকুর নেতৃত্বে অংশ নেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমাসহ বিপুলসংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী। পুরো আয়োজনটি ছিল ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে।
 

এদিকে একই দিনে খাগড়াছড়ি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।