কুষ্টিয়ার মিরপুরে নিজ বাড়িতে ফ্যানে ঝুলছিল পুলিশ সদস্য রকিবুল ইসলাম

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:০৬ অপরাহ্ণ   |   ৮৬ বার পঠিত
কুষ্টিয়ার মিরপুরে নিজ বাড়িতে ফ্যানে ঝুলছিল পুলিশ সদস্য রকিবুল ইসলাম

মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা:

 

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী এলাকায় বুধবার সকালে পুলিশ সদস্য রকিবুল ইসলাম (২৫) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রকিবুল ইসলামের বাড়ি মিরপুরে, তিনি সামসুল ইসলামের ছেলে। ৫২তম পুলিশ কনস্টেবল ব্যাচের সদস্য রকিবুল ঝিনাইদহ পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।
 

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুল ইসলাম জানান, রকিবুল ইসলাম সম্প্রতি ছুটিতে বাড়িতে আসেন। বুধবার সকালে ঘুম থেকে উঠে তিনি হাতমুখ ধুয়ে রুমে ফিরে যান। এরপর দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।
 

প্রাথমিক তদন্তে জানা গেছে, রকিবুলের স্ত্রীর সাথে পারিবারিক কলহের কারণে তিনি বর্তমানে বাবার বাড়িতে আছেন। এছাড়া, রকিবুল আর্থিক ঋণের চাপের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে ধারণা করছে তার পরিবার।
 

ওসি মোমিনুল ইসলাম আরও জানান, পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।