১৫ দিনের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর একটা ১৪ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিলো ৪ দশমিক ৬।
তাৎক্ষণিক পাওয়া তথ্যমতে, ভূমিম্পের উৎপত্তিস্থল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা থেকে ১৮ কিলোমিটার দূরে বলে জানিয়েছে অ্যান্ড্রয়েড ভূমিকম্প সতর্কতা সিস্টেম। রিখটার স্কেলে যার মাত্রা ৪ দশমিক ৬ বলে জানা গেছে।স্থানীয়রা জানিয়েছেন,
ভূমিকম্পে বেশ জুড়েই ধাক্কা দেয় এবং বেশ কয়েক সেকেন্ড এটি স্থায়ী ছিল। ভূ-কম্পন অনুভূত হলে নগরবাসীর মনে আতঙ্ক দেখা দেয়। অনেকে বাসাবাড়ি, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান ছেড়ে দ্রুত রাস্তায় বেরিয়ে আসেন।
তবে এখন পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষিত কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে সিলেটের আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘বিস্তারিত জানাতে একটু সময় লাগবে।’
এর আগে ১৪ আগস্ট রাত ৮টা ৪৯ মিনিট ৪৪ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। তারও আগে ১৬ জুন সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প মাত্রা ছিল ৪ দশমিক ৫।