ঢাকা প্রেস,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:-
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উলচাপাড়া গ্রামে জমি-জমার লোভে বৃদ্ধ মা-বাবাকে মারধরের ঘটনায় ছেলে ও নাতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২ ডিসেম্বর) গভীর রাতে উলচাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের উত্তর পাড়ার মকবুল হোসেনের ছেলে আক্তার মিয়া (৪২) এবং তার ছেলে সাব্বির (২২)।
স্থানীয় সূত্র ও হাসপাতালের তথ্যমতে, মকবুল হোসেন এবং তার স্ত্রী রোকেয়া বেগম গত ১২ বছর ধরে ছেলে আক্তার মিয়া ও তার পরিবারের নির্যাতনের শিকার হচ্ছিলেন। জমি-জমা লিখে দেওয়ার জন্য বিভিন্ন সময় তাদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হতো। সোমবার সকালে আক্তার, তার স্ত্রী রাবিয়া এবং ছেলে সাব্বির বৃদ্ধ মা-বাবাকে মারধরের এক পর্যায়ে তাদের দুই হাত ভেঙে ফেলে এবং মাথায় আঘাত করে গুরুতর জখম করে।
আহত অবস্থায় মকবুল হোসেন ও রোকেয়া বেগমকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তাদের আঘাত অত্যন্ত গুরুতর।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, "বৃদ্ধ মা-বাবার ওপর এমন নৃশংস আচরণ অত্যন্ত দুঃখজনক। প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে জমি-জমার লোভে তাদের ওপর অত্যাচার করে আসছিল। রাতেই অভিযান চালিয়ে আক্তার মিয়া ও তার ছেলে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়েছে। পুত্রবধূ রাবিয়াকে ধরতে অভিযান চলছে।"
বৃদ্ধ মা-বাবাকে মারধরের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি মোজাফফর।
এমন ঘটনা পরিবার এবং সমাজের জন্য অত্যন্ত নিন্দনীয় ও মর্মান্তিক। সমাজে সচেতনতা বৃদ্ধি এবং আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ ধরনের আচরণ প্রতিরোধ করা জরুরি।