আজ ঢাকার শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা

প্রকাশকালঃ ২৭ আগu ২০২৩ ০৫:৫৯ অপরাহ্ণ ২৩৪ বার পঠিত
আজ ঢাকার শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা

প্তাহের প্রথম দিন আজ ঢাকার শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। প্রথম ঘণ্টায় সূচক বেড়েছে; লেনদেনেও গতি দেখা যাচ্ছে। এ ছাড়া যেসব কোম্পানির লেনদেন হয়েছে, তাদের বেশির ভাগেরই দাম বেড়েছে, যদিও বেশ কিছু কোম্পানির শেয়ার এখনো সর্বনিম্ন মূল্যস্তরে আটকে আছে।

সপ্তাহের প্রথম দিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে সোনালি পেপার; এরপর আছে ফুওয়াং ফুড, ইস্টার্ন হাউজিং, সি পার্ল হোটেল, রুপালী লাইফ ও জেমিনি সি ফুড। যদিও দীর্ঘদিন ধরে বাজার সংশ্লিষ্ট মানুষের অভিযোগ, এর মধ্যে বেশির ভাগ কোম্পানির শেয়ারে কারসাজি হচ্ছে। এসব শেয়ার অনেক দিন ধরেই লেনদেনের তালিকায় শীর্ষে থাকছে, আজও সেগুলো শীর্ষে উঠে এসেছে।


বিশেষ করে ফু ওয়াং ফুড অনেক দিন ধরে লেনদেনের শীর্ষে আছে। এক সপ্তাহ ধরে দেখা যাচ্ছে, সোনালি পেপারের শেয়ারের দাম বাড়ছে। সুনির্দিষ্ট কারণ ছাড়াই এসবের দাম বাড়ছে। এ ছাড়া সি পার্ল ও জেমিনি সি ফুডের শেয়ারের দামও গত কয়েক মাস ধরে অস্বাভাবিকভাবে বাড়ছে। এর মধ্যে জেমিনি সি ফুডের আর্থিক প্রতিবেদনের নানা অসংগতি নিয়ে তদন্তেরও উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ এদের বিরুদ্ধে যেসব অভিযোগ আছে, তার যৌক্তিকতা আছে।


আজ দিনের প্রথম এক ঘণ্টা লেনদেনের পর ঢাকার শেয়ারবাজারের তিনটি সূচকই ঊর্ধ্বমুখী। প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১২ দশমিক ৩২ পয়েন্ট; ডিএসইএস বেড়েছে ৩ দশমিক ৪৩ পয়েন্ট; ডিএস ৩০ বেড়েছে ৮ দশমিক ৬৫ পয়েন্ট। এই সময়ে লেনদেন হয়েছে ১১৫ কোটি টাকার শেয়ার।

লেনদেনের তালিকায় শীর্ষে থাকা সোনালি পেপারের শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৬০ লাখ টাকার; দ্বিতীয় স্থানে থাকা ফু ওয়াং ফুডের শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ৯৭ লাক টাকার; তৃতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের লেনদেন হয়েছে ৭ কোটি ৯৮ লাখ টাকার।