ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রামে দিয়ে বইছে হিমেল হাওয়া। কনকনে শীত আর ঘন কুয়াশার দাপটে ব্যাহত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘনকুয়াশায় ঢেঁকে গেছে সমগ্র জেলা।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৬ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।
দিনের বেলা সুর্যের উত্তাপ না থাকায় সন্ধ্যার পর থেকেই হিমেল বাতাসে তাপমাত্রা নিম্নগামী হওয়ায় তীব্র শীত শীত অনুভুত হয়। তীব্র ঠান্ডায় সবচেয়ে বিড়ম্বনায় পড়েছে অতি দরিদ্র, খেটে খাওয়া বিভিন্ন পেশার শ্রমজীবিরা।
জরুরী প্রয়োজন ছাড়া লোকজন লোকজন বাইরে বের হচ্ছে না। গ্রামাঞ্চলের দরিদ্ররা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টাও করছে। শৈত্য প্রবাহের কবলে পড়েছে জেলার উপর দিয়ে প্রবাহিত ১৬ টি নদ-নদীর তীরবর্তী চর ও দ্বীপ চরের কয়েক লাখ অতিদরিদ্র মানুষগুলো।
জেলা শহরের বৈরাগীর বাজার এলাকার বাসিন্দা করিমল হক বলেন, কনকনে ঠান্ডায় বাড়ী থেকে বের হওয়া কঠিন। কাম-কাজে যাওয়াই মূশকিল। কাজ না করলে খাই কি। ভীষণ বিপদে পড়েছি।
স্কুল শিক্ষার্থী মীম, আফসানা, রোকেয়া বলেন, কনকনে শীতে অনেকেই কাঁপছে আমরাও কষ্ট পাচ্ছি। তারপরও স্কুলে এসেছি।
কুড়িগ্রাম জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা মোঃ আব্দুল হাই জানান, ইতিমধ্যেই শীতার্তদের মানুষের মাঝে ৪৯ লাখ টাকা ও ১২ হাজার কম্বল বিতরণ শেষের দিকে। আরও ৫ হাজার কম্বল চেয়ে পত্র পাঠানো হয়েছে।