|
প্রিন্টের সময়কালঃ ২৫ জুলাই ২০২৫ ০৯:০১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ জুলাই ২০২৫ ০৩:৩৫ অপরাহ্ণ

শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ


শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ


রাজধানীর সচিবালয়ের সামনে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) ও শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
 

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে সাইন্সল্যাব মোড় থেকে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ রাজধানীর একাধিক কলেজের শিক্ষার্থীরা মিছিল বের করেন। মিছিলটি শিক্ষা ভবনের দিকে গেলে সেখানে প্রবেশের চেষ্টা করেন তারা। নিরাপত্তারক্ষীদের বাধার মুখে শিক্ষার্থীরা পরে সচিবালয়ের মূল ফটকে এসে অবস্থান নেন।
 

বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, সচিবালয়ের সামনে অবস্থান নেওয়ার পর পুলিশ তাদের জানায়, সরকারের প্রতিনিধিরা আলোচনার জন্য ২০ মিনিটের মধ্যে আসবেন। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কেউ না আসায় ক্ষোভে ফেটে পড়েন তারা। একপর্যায়ে সচিবালয়ে ঢোকার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫