জুন মাসের প্রথম ১০ দিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ২৫০ জন

প্রকাশকালঃ ১১ জুন ২০২৪ ০৫:৫৮ অপরাহ্ণ ৬১১ বার পঠিত
জুন মাসের প্রথম ১০ দিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ২৫০ জন

ঢাকা প্রেস নিউজঃ

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চলতি জুন মাসের প্রথম ১০ দিনে মারা গেছেন ৩ জন। এ সময়ে নতুন করে ডেঙ্গু রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫০ জন।

এই তথ্য জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে সোমবার (১০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ জন রোগী। এ পর্যন্ত মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১০৩ জন। এর মধ্যে মারা গেছেন ৩৯ জন।

এ বছরের জানুয়ারিতে সর্বোচ্চ ১৪ জন ডেঙ্গু রোগী মারা গেছেন। মে মাসে মারা গেছেন ১২ জন। মার্চ মাসে ৫ জন, ফেব্রুয়ারিতে ৩ এবং এপ্রিলে মারা গেছেন ২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারি থেকে ১০ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১০৩ জন। এর মধ্যে পুরুষ ১ হাজার ৮৮০ জন ও নারী ১ হাজার ২২৩ জন।