মিয়ানমার থেকে ১৭৩ বাংলাদেশি দেশে ফিরেছেন

প্রকাশকালঃ ২৪ এপ্রিল ২০২৪ ০৪:১৮ অপরাহ্ণ ১৬৩ বার পঠিত
মিয়ানমার থেকে ১৭৩ বাংলাদেশি দেশে ফিরেছেন

২৪ এপ্রিল: মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে ১৭৩ জন বাংলাদেশি বুধবার দেশে ফিরেছেন।

 

বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ দুপুর ১টা ২০ মিনিটে তাদের নিয়ে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে পৌঁছে।
ফেরত আসা ১৭৩ জনের মধ্যে ১২৯ জন কক্সবাজার, ৩০ জন বান্দরবান, ৭ জন রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী, নরসিংদী ও নীলফামারী জেলার একজন করে রয়েছেন।
তাদের স্বজনরা ইতোমধ্যে ঘাটে ভিড় জমিয়েছিলেন।
কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম জানিয়েছেন, ফেরত আসা বাংলাদেশিদের বিজিবি গ্রহণ করে পুলিশের কাছে হস্তান্তর করবে। পরে যাচাই-বাছাই শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাস সূত্র জানিয়েছে, রাখাইন রাজ্যে সংঘাতের কারণে বাংলাদেশে আসা মিয়ানমারের সেনা ও বিজিপির ২৮৫ সদস্যকে নিয়ে মিয়ানমারের জাহাজটি বৃহস্পতিবার সকালে ফিরে যাবে।

 

মিয়ানমারের সেনা ও বিজিপির ২৮৫ সদস্য গত বছরের শেষ থেকে রাখাইন রাজ্যে বিদ্রোহী আরাকান আর্মির সাথে গৃহযুদ্ধের কারণে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন।
এর মধ্যে ১৯ এপ্রিল ২৪ জন, ১৬ এপ্রিল ৬৪ জন, ১৪ এপ্রিল ১৪ জন, ৩০ মার্চ ৩ জন এবং ১ মার্চ ১৭৭ জন পালিয়ে এসেছিলেন।
ফেব্রুয়ারির শুরুতে আরও ৩৩০ জন এসেছিলেন, যাদের ১৫ ফেব্রুয়ারি ফেরত পাঠানো হয়েছিল।
প্রথম দফায় ফেরতের সময় গণমাধ্যমের উপস্থিতি থাকলেও এবার তা ছিল না।
ফেরত আসা বাংলাদেশিদের গ্রহণ এবং মিয়ানমারের সেনা-বিজিপির সদস্যদের ফেরত পাঠানোর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় পরে প্রেস ব্রিফিং করবে।