ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে চতুর্থ দিনের অবরোধ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ ডিসেম্বর ২০২৫ ০৩:৪৫ অপরাহ্ণ   |   ৩৮ বার পঠিত
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে চতুর্থ দিনের অবরোধ

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে টানা চতুর্থ দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। 

সোমবার দুপুর ২টা থেকে সংগঠনটির নেতাকর্মীরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শাহবাগে অবস্থান নেন। এতে ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

আন্দোলন শুরু হওয়ার পর সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা একে একে কর্মসূচিতে যোগ দেন। শাহবাগ চত্বর তখন খুনিদের বিচার চেয়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন, হাদি হত্যার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। স্লোগানে স্লোগানে তারা বিচারিক প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

এর আগে রোববার রাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের চার দফা দাবি পেশ করে আন্দোলন সাময়িক স্থগিত করেছিলেন। তার দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- আগামী ২৪ দিনের মধ্যে খুনি ও তাদের সহযোগীদের বিচার নিশ্চিত করা, বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করা, ভারতে আশ্রয় নেওয়া আসামিদের ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে মামলা করা এবং গোয়েন্দা সংস্থায় লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের অপসারণ করা।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেই এই চার দফা দাবি বাস্তবায়ন করতে হবে। আজ ঢাকা বাদে দেশের অন্যান্য আটটি বিভাগীয় শহরেও এই অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। হাদি হত্যার বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলনকে আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন সংশ্লিষ্টরা।