মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সঙ্গে আলাদা বৈঠকের পর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন নেতানিয়াহু।
যুক্তরাষ্ট্র সফরে গিয়ে বাইডেন, কামালা হ্যারিস এবং ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে বেশ ব্যস্ত সময় পার করছেন নেতানিয়াহু। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর নতুন প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক কেমন হবে তা নিয়ে বেশ চিন্তিত তিনি।
বিশ্লেষকদের মতে, ট্রাম্প ইসরাইলের কট্টর সমর্থক হিসেবে পরিচিত। তাই আগামী প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প নির্বাচিত হলে গাজায় চলমান যুদ্ধ নিয়ে তার মনোভাব ও নীতি কেমন হয়, সেটিই নিশ্চিত হতে চাইছেন নেতানিয়াহু।
ট্রাম্প নেতানিয়াহুকে স্বাগত জানিয়ে বলেন, নেতানিয়াহুর সঙ্গে তার কোনো বিরোধ নেই। বরং সবসময় তাদের মধ্যে একটি সুসম্পর্ক ছিল।
এর আগে নেতানিয়াহু দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের সঙ্গে আলাদা বৈঠক করেন। গাজায় যুদ্ধবিরতি এবং বন্দিবিনিময় নিয়ে দ্রুত চুক্তি সম্পন্ন করতে নেতানিয়াহুকে তাগাদা দেন বাইডেন।
এদিকে তার সঙ্গে বৈঠকের পর কমালা হ্যারিস বলেন, তিনি গাজার যুদ্ধ পরিস্থিতি নিয়ে নীরব থাকবেন না। বিশেষ করে ফিলিস্তিনের সাধারণ মানুষের দুর্দশা ও জীবনের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ জানান তিনি।