কক্সবাজারের চকরিয়ায় মসজিদের বাথরুম থেকে মুসল্লির মরদেহ উদ্ধার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ জানুয়ারি ২০২৫ ১০:৩৩ পূর্বাহ্ণ   |   ৫৩৬ বার পঠিত
কক্সবাজারের চকরিয়ায় মসজিদের বাথরুম থেকে মুসল্লির মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন (ষ্টাফ রিপোর্টার) কক্সবাজার:-



নুরুল ইসলাম (৬৫) নামে এক মুসল্লির মরদেহ কক্সবাজারের চকরিয়ার সেন্টার মসজিদের বাথরুম থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

 

নুরুল ইসলাম চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আবদুল হাকিমের ছেলে।
 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, নুরুল ইসলাম এশার নামাজের জন্য অজু করতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মসজিদের বাথরুমে যান। কিন্তু দীর্ঘক্ষণ পরও তিনি বের না হওয়ায় মুসল্লিদের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে বাথরুমের দরজা ভেঙে নুরুল ইসলামের নিথর দেহ উদ্ধার করে।
 

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাথরুমে থাকা অবস্থায় স্ট্রোক করে তিনি মারা গেছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।