দীনেশ কার্তিককে ধারাভাষ্যকার হিসাবে দেখা গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। এবার তাকে দেখা যাবে কোচ হিসাবে। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের ব্যাটিং কোচ এবং মেন্টর হলেন তিনি।
কোচ হওয়ার খবরে ৩৯ বছর বয়সী কার্তিক বলেছেন, ‘বিষয়টা দারুণ যে আমি বেঙ্গালুরুর সঙ্গে যুক্ত হয়েছি। চেষ্টা করব দলকে আরও শক্তিশালী করার। পেশা হিসেবে আমার কাছে কোচিং খুবই রোমাঞ্চকর একটা ব্যাপার। জীবনের নতুন অধ্যায় নিয়ে আমি সত্যিই খুবই রোমাঞ্চিত। আশা করি খেলোয়াড় হিসেবে আমার যে অভিজ্ঞতা সেটা দলের উন্নয়নে কাজে লাগাতে পারব। এই দলের ব্যাটিং বিভাগের সঙ্গে কাজ করতে আমার তর সইছে না।’
২০০৪ সালে ওয়ানডে দলে ও টেস্টে অভিষেক হয় তার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় ২০০৬ সালে। পেশাদার ক্রিকেটে খেলাবস্থায়ই ধারাভাষ্যকক্ষে বিচরণ করেছেন কার্তিক। ২০২১ সালে ইংল্যান্ড-ভারত সিরিজে কাজ করেছেন। ধারাভাষ্যকার হিসেবে দ্য হান্ড্রেডেও দেখা গেছে তাকে। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছেন।
জাতীয় দলের হয়ে ২৬টি টেস্ট, ৯৪টি ওয়ানডে ও ৬০ টি-টোয়েন্টি খেলেছেন কার্তিক। তাতেই তিনি জিতেছেন ১টি টি-টোয়েন্টি বিশ্বকাপ, ১টি চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২টি এশিয়া কাপ। ঘরোয়া ক্রিকেটে দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট লায়ান্স, কলকাতা নাইট রাইডার্স ও তামিল নাডুর প্রতিনিধিত্ব করেছেন তিনি।