ঢাকা প্রেস
জহিরুল ইসলাম লিটন,বিশেষ প্রতিনিধি (ভোলা):-
লিঙ্গ ভিত্তিক সহিংসতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য ভোলায় কিশোর ও তরুনদের নিয়ে যুবসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৪ ডিসেম্বর) দুপুরে ইয়ুথ ফর চেজ বাংলাদেশ ফাউন্ডেশন এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় শহরের ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে "Rise Against Fear: Stand for Equality" শীর্ষক 16 Days of Activism অনুষ্ঠিত হয়।
এসময় লিঙ্গভিত্তিক সহিংসতা (GBV) এর বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং যুবসমাজের ক্ষমতায়ন ছিল এই কার্যক্রমের মূল উদ্দেশ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন,জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক রোকন উদ্দিন, ভোলা প্রেস ক্লাবের আহবায়ক নজরুল হক অনু,সদর উপজেলা তথ্য আপা কর্মকর্তা আপরান হক।
এই কার্যক্রমে "ডিসকাশন পয়েন্ট" এবং "অরেঞ্জ ফেস্ট"-এর মতো কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল। "ডিসকাশন পয়েন্ট"-এ অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞদের সঙ্গে উন্মুক্ত আলোচনা করেন, যেখানে লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবিলায় সুনির্দিষ্ট পদক্ষেপের বিষয়ে আলোকপাত করা হয়। "অরেঞ্জ ফেস্ট"-এ ছিল বিভিন্ন ইন্টারেক্টিভ গেম, নাট্য প্রদর্শনী এবং গল্প বলার সেশন, যা যুবসমাজকে লিঙ্গ সমতা এবং GBV সম্পর্কে সচেতন করে তুলেছে।
ইয়ুথ ফর চেজ বাংলাদেশের হেড অফ ইয়ুথ এইংগেজমেন্ট জহির রায়হান বলেন, ইয়ুথ ফর চেঞ্জ বাংলাদেশ ফাউন্ডেশন, ২০১৮ সাল থেকে যুবদের ক্ষমতায়ন এবং সামাজিক সচেতনতা তৈরিতে কাজ করছে। সংগঠনটি বিশ্বাস করে, এই কার্যক্রম যুবসমাজ এবং সমাজের অন্যান্য স্তরের মধ্যে সংহতি তৈরি করেছে এবং লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা দিয়েছে। এই অনুষ্ঠানটি দুপুর ২টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত চলে এবং এতে প্রায় শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।