ঢাকা প্রেস নিউজ
প্রধান উপদেষ্টা শফিকুল আলম জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থানে প্রায় ৭০০-৮০০টি ‘আয়নাঘর’ নামক নির্যাতনকেন্দ্র রয়েছে, এবং সরকার এসব কেন্দ্র খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে।
বুধবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
প্রেস সচিব বলেন, “কয়েকদিন আগে বলা হয়েছিল যে, আয়নাঘর পরিদর্শন হচ্ছে না। তবে আজ আমরা ঢাকার তিনটি আয়নাঘর পরিদর্শন করেছি। বাংলাদেশে যত আয়নাঘর রয়েছে, সবগুলো খুঁজে বের করা হবে। গুম বিষয়ক তদন্ত কমিশনের তথ্যানুসারে, আমরা জানতে পেরেছি যে এগুলোর সংখ্যা প্রায় ৭০০-৮০০টি। এবং এগুলো শুধু ঢাকাতেই নয়, দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলেও রয়েছে।”
তিনি আরও বলেন, “হিউম্যান রাইটস ওয়াচকে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়ে ছিলেন যে, গুম-খুনের পেছনে স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশ ছিল।”
শফিকুল আলম বলেন, “জুলাই-আগস্ট মাসে অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড এবং গুমের সঙ্গে জড়িত সবাইকে শাস্তি দেওয়া হবে।”
প্রেস সচিব আরও জানান, “আমরা যেসব স্থানে পরিদর্শন করেছি, সেসব স্থানের ছবি প্রদান করেছি। এগুলো ছিল অত্যন্ত ছোট জায়গা, এবং এগুলো খুঁজে বের করা ছিল একটি চ্যালেঞ্জ। আমাদের সঙ্গে বিটিভি এবং পিআইবির ক্যামেরা ছিল, এবং আন্তর্জাতিক গণমাধ্যম হিসেবে নেত্র নিউজ ও আলজাজিরা ছিল।”