ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ ও মাহিন সরকারের নেতৃত্বে গঠিত পূর্ণাঙ্গ প্যানেল আজ বুধবার সন্ধ্যায় ঘোষণা করা হবে। সন্ধ্যা ৬টায় মধুর ক্যান্টিনে ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ নামে এ প্যানেলের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে সমকালকে নিশ্চিত করেছেন ভিপি পদপ্রার্থী জামালুদ্দীন খালিদ।
প্রথমে প্যানেলের নাম নির্ধারণ করা হয়েছিল ‘ডিইউ ফার্স্ট’। তবে গতকাল মঙ্গলবার বিকেলে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। খালিদ জানান, নতুন নাম রাখা হয়েছে ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’, আর পূর্বের নামটি থাকবে প্যানেলের স্লোগান হিসেবে।
প্যানেল সূত্রে জানা গেছে,
ভিপি পদে প্রার্থী হচ্ছেন স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ।
জিএস পদে থাকছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার।
এজিএস পদে প্রার্থী হচ্ছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফাতেহা শারমিন এ্যানি।