জয়া আহসান অভিনীত সিনেমা ‘দশম অবতার’ ৩ দিনে ২ কোটি আয়

প্রকাশকালঃ ২৩ অক্টোবর ২০২৩ ০৪:৫৩ অপরাহ্ণ ২০০ বার পঠিত
জয়া আহসান অভিনীত সিনেমা ‘দশম অবতার’ ৩ দিনে ২ কোটি আয়

টালিউডে চলছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘দশম অবতার’। সিনেমাটি মুক্তির পর থেকে সিনেমা হলে রাজত্ব করছে বলে জানা যায়। মুক্তি পাওয়া আরও দুটি সিনেমা ‘বাঘা যতীন’ আর ‘রক্তবীজ’কে ছাপিয়ে যাচ্ছে সিনেমাটি। প্রযোজনা সংস্থা এসভিএফের মাধ্যমে জানা যায়, ৩ দিনে ২ কোটি আয় করেছে এই সিনেমা।

বাংলা ছবির হিসেবে বক্স অফিসের এই হিসেব নেহাত মন্দ নয়। টালি বাংলা বক্স অফিস জানাচ্ছে, অষ্টমীতে দশম অবতারের টিকিট বিক্রি হয়েছে ১৫ হাজারের বেশি। বাঘা যতীনের টিকিট বিক্রি হয়েছে ১১ হাজারের কাছাকাছি। আর রক্তবীজের টিকিট বিক্রি ১০ হাজারের মতো।


টালিউডে সৃজিত মুখার্জির সিনেমার আলাদা কদর রয়েছে। আর সেই ছবি যদি হয় নন্দিত সিনেমা ‘বাইশে শ্রাবণ’ ও ‘ভিঞ্চি দা’র সূত্র ধরে; তাহলে তো কথাই নেই। অর্থাৎ বলিউডের রোহিত শেঠির  স্টাইলে বাংলাতে নিজের কপ ইউনিভার্স তৈরি করেছেন সৃজিত। ‘বাইশে শ্রাবণ’-এর সিক্যুয়েল হিসেবে বানিয়েছিলেন ‘দ্বিতীয় পুরুষ’।


আর ‘বাইশে শ্রাবণ’-এর প্রিক্যুয়েল হিসেবে ‘দশম অবতার’। এ সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ ছিল ব্যাপক। মুক্তির পর তারই প্রমাণ মিলছে। দশম অবতার’ নিয়ে ভারতীয় গণমাধ্যম,  হিন্দুস্তান টাইমস রিভিউ অনুসারে, ‘মশলাদার বাণিজ্যিক ছবির কায়দায় তাদের ‘দাবাং’ স্টাইলে দেখাননি সৃজিত। বাস্তবের মাটিতে পা রেখেই এর চরিত্রায়ণ করেছেন নির্মাতা। প্রবীর রায়চৌধুরী (প্রসেনজিৎ) ও বিজয় (অনির্বাণ) তাদের তীক্ষ্ণ অভিনয়ের ছাপ রেখেছেন।

এই সিনেমাটি দিয়েই পাঁচ বছর পর সৃজিত মুখার্জির পরিচালনায় কাজ করেছেন জয়া। এতে ইনস্পেক্টর বিজয়রের সঙ্গে জয়া আহসানের চরিত্রের রোমান্স পছন্দ করেছেন দর্শক। এ সিনেমায় ভিলেন হিসেবে দেখানো হয়েছে যিশু সেনগুপ্তকে। এতে আরো অভিনয় করেছেন রূপম ইসলাম, অনুপম রায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত প্রমুখ।