পিএসএলে ছক্কা-উইকেটের আনন্দ ছড়িয়ে পড়ছে গাজায়, মানবিক উদ্যোগে রিজওয়ানরা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৩ এপ্রিল ২০২৫ ০৪:২৪ অপরাহ্ণ   |   ১০৩ বার পঠিত
পিএসএলে ছক্কা-উইকেটের আনন্দ ছড়িয়ে পড়ছে গাজায়, মানবিক উদ্যোগে রিজওয়ানরা

স্পোর্টস ডেস্ক:-

 

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) কেবল মাঠের খেলা নয়, এবার ছড়িয়ে পড়ছে মানবিকতার গল্পও। গাজায় চলমান মানবিক সংকটের প্রেক্ষিতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে পিএসএলের দল মুলতান সুলতানস। চলতি আসরে প্রতিটি ছক্কা ও উইকেটের বিনিময়ে গাজার শিশুদের জন্য অনুদান দেবে তারা।
 

এক ভিডিও বার্তায় দলের মালিক আলী খান তারিন জানিয়েছেন, “এই মৌসুমে আমরা ফিলিস্তিনের জন্য কাজ করা কিছু দাতব্য সংস্থাকে সহায়তা করব। আমাদের ব্যাটাররা যখন একটি ছক্কা মারবে, আমরা ১ লাখ রুপি অনুদান দেব। একইভাবে, প্রতিটি উইকেটেও থাকবে ১ লাখ রুপির অনুদান।” তিনি আরও জানান, এসব অর্থ গাজার শিশুদের জন্য কাজ করে এমন সংস্থাগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে।
 

মাঠের খেলায়ও উত্তেজনা তুঙ্গে

শনিবার মাঠের লড়াইটাও ছিল জমজমাট। পেশোয়ার জালমিকে ৮০ রানে হারিয়ে শক্ত অবস্থান নিয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। দলের হয়ে সাউদ শাকিল ৫৯ রানের ইনিংস খেলেন, আর বল হাতে আব্রার আহমেদ ৪ উইকেট নেন ৪২ রানে।
 

দিনের অন্য ম্যাচে হাইস্কোরিং থ্রিলারে করাচি কিংস ২৩৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জয় পায় ৪ উইকেটে। ইংলিশ ব্যাটার জেমস ভিন্স মাত্র ৪৩ বলে সেঞ্চুরি তুলে নেন এবং শেষ করেন ১০১ রানে।
 

পিএসএলে বাংলাদেশি উপস্থিতি

এবারের পিএসএলে বাংলাদেশের তিন ক্রিকেটার অংশ নিচ্ছেন—লিটন দাস (করাচি কিংস), রিশাদ হোসেন (লাহোর কালান্দার্স) ও নাহিদ রানা (পেশোয়ার জালমি)। তবে বর্তমানে পাকিস্তানে রয়েছেন কেবল রিশাদ। আঙুলের চোটে ভুগে দেশে ফিরে গেছেন লিটন দাস, আর নাহিদ রানা বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্ট শেষে পিএসএলে যোগ দেবেন।