মাদ্রাসা এতিমখানা ছাত্রদের তুচ্ছতাচ্ছিল্য করবেন না তাদেরকে বুকে ঝড়িয়ে ধরুন: ড.মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসি ওয়া সিদ্দিকি।

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:১৭ অপরাহ্ণ   |   ১১৭ বার পঠিত
মাদ্রাসা এতিমখানা ছাত্রদের তুচ্ছতাচ্ছিল্য করবেন না তাদেরকে বুকে ঝড়িয়ে ধরুন: ড.মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসি ওয়া সিদ্দিকি।

ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধি:-


 

জৌনপুর পীর ড. মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকি বলেছেন,মাদ্রাসা এতিমখানা ছাত্রদের তুচ্ছতাচ্ছিল্য করবেন না তাদেরকে বুকে ঝড়িয়ে ধরুন।খাটি মমিন যখন নেক কাজ করে তাদের ইমান বাড়ে আর বদ কাজ করে ইমান নস্ট হয়ে যায়। ইমান বাড়েও না কমে ও না। এইজন্য এতিমখানায় ছাত্ররা সারাদিন কোরআনে সময় দেয়।এই জন্য মাদ্রাসার ছাত্র আল্লাহ সৈনিক। শনিবার (১ ফেব্রুয়ারী) দুপুরে কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা দীঘিরপাড় নুরুন্নেছা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠ প্রাঙ্গণে কোরআন হাফেজ ১৭ জন ছাত্রদের পাগড়ি প্রদানে ও কবরবাসী আত্মার মাগফেরাত কামনার্থে তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
 

ড. মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসি ওয়া সিদ্দিকি আরও বলেন, মমিনের কলব জিন্দা তবে অসুস্থ। কাফেরদের কলব মুর্দা। দেশের মানুষ গানেও যায় মাহফিলেও যায়। শ্রোতা একই। মমিনের চরিত্র আল্লাহ তাওয়াককুল করে। 
 

মুরাদনগর উপজেলা বিএনপি আহবায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাফেজ আক্তার হোসেন আশ্রাফীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা ধনিয়া মোহাম্মদিয়া আনোয়ারুল উলুম জামে মসজিদ খতিব মাওঃ মুফতি হাফিউল ইসলাম, সৈয়দপুর কামিল মাদ্রাসা ভারপ্রাপ্ত পিন্সিপাল মাওলানা মজিবুর রহমান,  সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দীঘিরপাড় নোয়াব মিয়া সাহেব বাড়ী সমাজ সেবক ও ব্যাবসায়ীক মোঃ ইব্রাহিম, দীঘিরপাড় বেগম সুফিয়া সওকত কলেজ প্রতিষ্ঠাতা মোঃ সালাউদ্দিন আহমেদ বাদল, দীঘিরপাড় নুরুন্নেছা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাদ্রাসা পিন্সিপাল মাওলানা আখতার হোসাইন আরেফী,  পরিচালক প্রফেসর আবু তাহের  সমাজ সেবক মোঃ নজরুল ইসলাম প্রমুখ।