মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজি, যুবদল নেতার বিরুদ্ধে মামলা – গ্রেপ্তার ৪

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৪১ অপরাহ্ণ   |   ৮২ বার পঠিত
মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজি, যুবদল নেতার বিরুদ্ধে মামলা – গ্রেপ্তার ৪

গাজীপুর প্রতিনিধি:-

 

গাজীপুরের শ্রীপুরে মাইক ব্যবহার করে চাঁদা দাবি এবং হাতে রামদা নিয়ে মহড়া দেওয়ার ঘটনায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতভর অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে।
 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল জানিয়েছেন, এমসি বাজারের ব্যবসায়ী হযরত আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। অভিযানে এক আসামির কাছ থেকে একটি রামদা উদ্ধার করা হয়েছে। মূল অভিযুক্ত যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টুসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার মুলাইদ মধ্যপাড়া গ্রামের মৃত দুলাল উদ্দিনের ছেলে হাসেম (৩৯), আইনুদ্দিনের ছেলে আসাদুল ইসলাম (২৪), মৃত ছমির উদ্দিনের ছেলে সুমন মিয়া (২৮) এবং টেপিরবাড়ি গ্রামের দেওচালা এলাকার মো. মাইজ উদ্দিনের ছেলে হৃদয় হাসান রাকিব (২৬)।
 

এর আগে, শনিবার বিকেল ৪টার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টু তার দলবল নিয়ে হ্যান্ডমাইকে ঘোষণা দিয়ে প্রকাশ্যে চাঁদা দাবি করেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে যুবদলের কেন্দ্রীয় কমিটি দ্রুত পদক্ষেপ নিয়ে তাকে সংগঠন থেকে বহিষ্কার করে।