নোয়াখালীর হাতিয়ায় মাদক চক্রের বিরুদ্ধে বড় অভিযান: মিয়ানমারগামী সার পাচারে ৯ জন আটক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ নভেম্বর ২০২৫ ০২:০৯ অপরাহ্ণ   |   ৪২ বার পঠিত
নোয়াখালীর হাতিয়ায় মাদক চক্রের বিরুদ্ধে বড় অভিযান: মিয়ানমারগামী সার পাচারে ৯ জন আটক

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:-


 

নোয়াখালীর হাতিয়া উপজেলায় মিয়ানমার থেকে মাদকের বিনিময়ে সারসহ বাংলাদেশি পণ্য পাচারের সময় নয় পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত তিনটি বোট ও প্রায় ১৪ লাখ ২৮ হাজার টাকার রাসায়নিক সার জব্দ করা হয়।
 

শনিবার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—একটি চক্র বাংলাদেশি সার ও অন্যান্য পণ্যের বিনিময়ে মিয়ানমার থেকে ইয়াবা ও বিদেশি মদসহ বিভিন্ন মাদকদ্রব্য দেশে আনার চেষ্টা করছে। ওই তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে হাতিয়ার সূর্যমুখী ঘাটসংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান চালানো হয়।
 

অভিযানে সন্দেহজনক তিনটি বোটে তল্লাশি চালিয়ে ১ হাজার ১৯৪ বস্তা রাসায়নিক সারসহ নয়জন পাচারকারীকে আটক করা হয়। জব্দ সারের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ২৮ হাজার টাকা।
 

আটকরা হলেন—কক্সবাজারের আবুল কাশেম (৪৫), সন্দীপের মো. সালাউদ্দিন (২৮), চট্টগ্রামের মো. সোহেল (৩৫), হাতিয়ার মো. বাহার (৫৭), ঢাকার মো. আক্তার হোসেন (২৮), লক্ষ্মীপুরের আনোয়ার হোসেন (৩৭), ফেনীর মো. সাহেল (২৮), পিরোজপুরের মো. নেছার উদ্দিন (৩৭) ও তার ছেলে মো. সম্রাট মিয়া (১৬)।
 

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। চোরাচালান, মাদক ও অবৈধ বাণিজ্য রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।”