ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-
নারায়ণগঞ্জ বন্দরে ১ দিনে মহিলাসহ ৪টি লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ১৩ নভেম্বর বিকালে বন্দর উপজেলার পৃথক স্থান থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত মো: রুবেল (২৫), রুবেল (৩০) ও রুমি গাইন (২২)। রুমি গাইন নিজ ভাড়া বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে। বন্দরে ১ দিনে ২ টি হত্যাকান্ডের ও ১ মেয়ে আত্নহত্যার ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সূত্র মতে, নারায়নগঞ্জ জেলার বন্দরের মুছাপুর ইউনিয়নের হরিবারি এলাকার মৃত রফিজ উদ্দিনের ছেলে রুবেল (৩০)। ১৩ নভেম্বর বিকালে রুবেলের লাশ উদ্ধার করে। কে বা কারা হত্যা করেছে তা এ রির্পোট লেখা পর্যন্ত জানা যায় নি।
অপরদিকে একই দিনে সন্ধ্যার পূর্বে মদনগঞ্জ-মদনপুর সড়কের নবীগঞ্জ রেললাইন ব্রীজের নীচে অর্ধগলিত যুবক মো: রুবেল (২৫)’র লাশ উদ্ধার করেছে পুলিশ। নারায়নগঞ্জ সদর থানার মজিদ খানপুর এলাকার কালাচান মুন্সির ছেলে রুবেল। কালাচান মুন্সির ছেলে পরিবারের সাথে বন্দর ইউনিয়নের কদমতলী রুপনগর এলাকার ভাড়াটিয়া। মদনপুর বাস স্ট্যান্ড হইতে ৩০০ গজ পূর্বদিকে আনোয়ার মার্কেটের সামনে আনুমানিক ৪ ঘটিকার সময় অজ্ঞাতনামা একজন মহিলার লাশ পাওয়া গিয়াছে। এই এলাকার লোকজন জানায় মহিলাটি পাগল ছিলেন।
এদিকে নাসিক ২৩ নং ওর্য়াডের কদম রসুল শাখা অফিস সংলগ্ন রুমি গাইন (২২) বুধবার আছর নামাজ আদায় শেষে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে। নিহত রুমি গাইন মোঃ আমির হোসেনের মেয়ে ও কদমরসুল সিটি কর্পোরেশন, ২৩ নং ওয়ার্ড আঃ বাতেন খানের ৪ তলা বিল্ডিংয়ের ভাড়াটিয়া। রুমি গাইন ৪ ভাইবোনের মধ্যে ২য় ও চাদপুর জেলার হাইমচর থানার চরভৈরবী এলাকার আমির হোসেনের মেয়ে। বন্দরের নবীগঞ্জ, হরিবারি ও কদম রসুল এলাকা থেকে লাশ উদ্ধারের ঘটনায় এলাকাবাসী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শংকায় রয়েছে।
এ বিষয়ে বন্দর ফাঁড়ি পুলিশের পরিদর্শক এইচ এম মাহমুদ জানান, নবীগঞ্জ রেললাইন ব্রীজের নীচের অর্ধগলিত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তেমনি হরিবারি থেকে যুবক রুবেলের লাশ উদ্ধার করা হয়েছে। মদনপুর বাস স্ট্যান্ড পূর্ব দিকে আনোয়ার মার্কেটে সামনে এক মহিলা পাগলের লাশ উদ্ধার করা হয়েছে । কদম রসুল এলাকা থেকে রমি গাইন নামের আত্মহত্যাকারীর লাশ উদ্ধার করলেও তদন্ত ছাড়া কোনটির বিষয়ে সঠিক বলা যাবে না। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।