প্রকাশকালঃ
১৬ সেপ্টেম্বর ২০২৩ ০৩:২৭ অপরাহ্ণ ২৫৯ বার পঠিত
গত মৌসুম শেষে ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগ দিয়েছেন ব্রাজিলীয় তারকা নেইমার। ইনজুরির কারণে দলটির জার্সিতে এতোদিন মাঠে নামতে পারেননি তিনি। অবশেষে শুক্রবার রাতে আল-হিলালের হয়ে মাঠে নেমেছেন নেইমার। তার অভিষেকের দিনে গোল উৎসব করেছে দলটি।
ঘরের মাঠ প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে আল-রিয়াদকে ৬-১ গোলে হারিয়েছে আল-হিলাল। দল বড় জয় পেলেও গোল পাননি নেইমার। তবে সতীর্থকে দিয়ে একটি গোল করিয়েছেন তিনি। ম্যাচের ৬৪তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন নেইমার।
তখন আল-হিলাল এগিয়ে ছিল ২-০ ব্যবধানে। নেইমার মাঠ নামায় ম্যাচের গতি আরো বাড়ে। এরপর আধা ঘণ্টায় চারটি গোল আদায় করে নেয় তারা। ম্যাচের ৮৩তম মিনিটে স্বদেশী ম্যালকমকে দিয়ে গোল করান নেইমার।
ম্যাচের শেষ মুহূর্তে একটি গোল শোধ করে আল-রিয়াদ, যা কেবল হারের ব্যবধানই কমিয়েছে। এই জয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এলো আল-হিলাল। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট তাদের। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে আল-ইত্তিহাদ।