ভিন্ন মতের জন্য ১৫ বছরের নির্বাসন: সংগীতশিল্পী মনির খান

প্রকাশকালঃ ১৩ আগu ২০২৪ ০৯:১৩ অপরাহ্ণ ৭৩৯ বার পঠিত
ভিন্ন মতের জন্য ১৫ বছরের নির্বাসন: সংগীতশিল্পী মনির খান

ঢাকা প্রেস নিউজ


দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান দীর্ঘ ১৬ বছর ধরে এক অদৃশ্য কারাগারে বন্দী ছিলেন। তার অপরাধ? শুধুমাত্র ভিন্ন মত পোষণ করা।

বাংলাদেশের সংগীত জগতে মনির খানের স্বরের জাদু ছড়িয়ে ছিল। কিন্তু রাজনৈতিক মতভেদের কারণে তাকে বাংলাদেশ টেলিভিশনসহ সরকারি সব মাধ্যম থেকে নিষিদ্ধ করে দেওয়া হয়। কোটি কোটি শ্রোতার প্রিয় এই গায়কের গান বেজে উঠত না কোথাও।

সম্প্রতি, ফেসবুকে একটি চাঞ্চল্যকর পোস্টে মনির খান নিজের এই দীর্ঘদিনের নিষেধাজ্ঞার কথা তুলে ধরেছেন। তিনি লিখেছেন, "১৫ বছর। হ্যাঁ, ১৫ বছরই তো! বুকের মধ্যে চাপা কষ্ট আর বোবা কণ্ঠ নিয়ে কেটে গেল এতগুলো বছর।"
 


মনির খানের এই বক্তব্য দেশের সংগীত জগতে তোলপাড় সৃষ্টি করেছে। অনেকেই এই ঘটনাকে গণতন্ত্রের জন্য একটি বড় ধরনের হুমকি হিসেবে দেখছেন।