মেসির সামনে নতুন রেকর্ড

প্রকাশকালঃ ২৮ মে ২০২৩ ১১:৩৬ পূর্বাহ্ণ ৬৩ বার পঠিত
মেসির সামনে নতুন রেকর্ড

রো একটি রেকর্ডের হাতছানি লিওলেন মেসির সামনে। ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রাতে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এবারের মৌসুমে এটি মেসিদের ৩৭তম লিগ ম্যাচ। এই ম্যাচে প্যারিস জায়ান্টদের প্রতিপক্ষ স্ট্রাসবার্গ।

বাংলাদেশ সময় আজ রাত ১টায় স্ট্রাসবার্গের মাঠে শুরু হবে ম্যাচটি। এ ম্যাচেই দানি আলভেজের রেকর্ডে ভাগ বসাতে পারেন মেসি।


ক্যারিয়ারে ক্লাব ও আন্তর্জাতিক শিরোপা মিলিয়ে মেসির মোট ট্রফি এখন ৪১টি। সবচেয়ে বেশি শিরোপা জিতে এই তালিকায় শীর্ষে আছেন ব্রাজিলের কিংবদন্তি রাইটব্যাক দানি আলভেজ।

তিনি জিতেছেন ৪২টি শিরোপা। ৪০ বছরের আলভেজ বর্তমানে স্পেনের জেলে আছেন। কোনো ক্লাবের সঙ্গে চুক্তি নেই তার। তাই আলভেজের আপাতত শিরোপা সংখ্যা বাড়ার সম্ভাবনা নেই।

ভবিষ্যতে আলভেজকে ছাড়িয়ে যাওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে মেসির।


আজকের ম্যাচটির জন্য এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করেছে পিএসজি। দলে রয়েছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, সার্জিও রামোসের মতো তারকারা। ইংলিশ প্রিমিয়ার লিগ, ইতালিয়ান সিরি ‘এ’ ও স্প্যানিশ লা লিগার শিরোপা নিষ্পত্তি হয়ে গেলেও লিগ ওয়ানের শিরোপার ফয়সালা এখনো হয়নি। তবে আজকের ম্যাচে জিতলে বা ড্র করলেই এক ম্যাচ হাতে রেখে লিগ শিরোপা জয় নিশ্চিত হয়ে যাবে পিএসজির।

চ্যাম্পিয়নস লিগে ভরাডুবি হলেও লিগ ওয়ানে অবশ্য আধিপত্য বিস্তার করছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিই। ৩৬ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে তারা। অন্যদিকে সমান ম্যাচে দুয়ে থাকা লেন্সের সংগ্রহ ৭৮ পয়েন্ট। পিএসজি আজ ড্র করলে শেষ দুই ম্যাচে জিতলেও দুই নম্বরেই থাকবে লেন্স। আজ একই সময়ে লেন্সও মাঠে নামবে। লেন্স যদি হারে বা ড্র করে, সে ক্ষেত্রে পিএসজি আজ হারলেও চ্যাম্পিয়ন।