ভুল রক্ত প্রয়োগে গর্ভবতী মহিলার গর্ভেই শিশুর মৃত্যু, ক্লিনিক সিল

প্রকাশকালঃ ২৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:১৭ অপরাহ্ণ ৫২২ বার পঠিত
ভুল রক্ত প্রয়োগে গর্ভবতী মহিলার গর্ভেই শিশুর মৃত্যু, ক্লিনিক সিল

ঢাকা প্রেস
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:-


 

নাটোরের গুরুদাসপুরে নিউ আলপনা ক্লিনিকে ঘটেছে এক ভয়াবহ চিকিৎসা ভুল। ভুল রক্তদানের কারণে গর্ভবতী সাথী বেগম তার অজাত সন্তানকে হারিয়েছেন। এই ঘটনায় ক্লিনিকটি সিল করে দেওয়া হয়েছে।
 

গত রোববার, সাথী বেগমকে রক্তশূন্যতার জন্য নিউ আলপনা ক্লিনিকে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসকরা তার রক্তের গ্রুপ ভুল নির্ণয় করে তাকে ভুল রক্ত দেন। ফলে তার শারীরিক অবস্থা আচমকা খারাপ হয়ে যায় এবং অজাত সন্তানের মৃত্যু হয়।
 

পরদিন তাকে অন্য একটি ক্লিনিকে নেওয়া হলে ভুল রক্তদানের বিষয়টি স্পষ্ট হয়। পুলিশ মামলা দায়ের করেছে এবং ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত চলছে।
 

এই ঘটনাটি দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার গুরুতর ত্রুটির দিকে আঙুল তুলেছে। ভুক্তভোগীর পরিবারের পাশাপাশি সমাজের বিভিন্ন মহল এই ঘটনায় ক্ষুব্ধ।