টিউশন ফি ছাড়াই স্নাতক প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ পাবেন বাংলাদেশিরা কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ে
প্রকাশকালঃ
০১ অক্টোবর ২০২৪ ০৪:০৩ অপরাহ্ণ ৮৭৯ বার পঠিত
উন্নত জীবনযাত্রা এবং মানসম্মত শিক্ষার ক্ষেত্রে বেশিরভাগ শিক্ষার্থীর স্বপ্ন কানাডায় অধ্যয়ন। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নানা সুযোগ-সুবিধা দিচ্ছে দেশটি। সঙ্গে রয়েছে বিভিন্ন স্কলারশিপ। কানাডার অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় টরন্টো বিশ্ববিদ্যালয়। অনটারিও রাজ্যে অবস্থিত এই পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয় ১৮২৭ সালে প্রতিষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়টি প্রতিবছর ‘লেস্টার বি পিয়ারসন’ স্কলারশিপ দেয়। এই স্কলারশিপের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়টিতে স্নাতক প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দেয়া হবে। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৮ অক্টোবর।
সুযোগ-সুবিধাসমূহ
যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে।
পাঠ্যবই সরবরাহ করা হবে।
স্বাস্থ্য বীমা।
আবাসনের ব্যবস্থা।
আবেদনের যোগ্যতা
স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।
ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। পাশাপাশি আইইএলটিএস এ ন্যূনতম ৬.৫ পেতে হবে।
ইংরেজি মাধ্যমে পড়াশোনা থাকলে ইংরেজি দক্ষতার পরীক্ষা দিতে হবে না।