ঢাকা প্রেস নিউজ
রাজধানীর ভাষানটেকে বিআরপি বস্তিতে আজ (বৃহস্পতিবার) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মিরপুর ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের ৫টি ইউনিট একযোগে কাজ করে ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার সময় ছিল ১১টা ১৩ মিনিট।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, ভাষানটেকের বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটে, তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে, বুধবার রাতে রাজধানীর গাবতলীতে শাহী মসজিদের পাশের বস্তিতে আরেকটি অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় রাত ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনারুল ইসলাম জানান, গাবতলীর শাহী মসজিদ বস্তিতে রাত ৩টা ৮ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ৩টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভানোর কাজ শুরু করে। পরবর্তীতে কল্যাণপুর, মোহাম্মদপুর, মিরপুর ও তেজগাঁও ফায়ার স্টেশনের ইউনিটগুলোও আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দেয়।
তবে, গাবতলীর আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।