কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ
চট্টগ্রাম-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দক্ষিণ সীতাকুণ্ডে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি মো. আব্দুল জব্বার বলেন, যুগ যুগ ধরে নির্বাচনসহ সব ধরনের আন্দোলন-সংগ্রামে ছাত্রসমাজের ভূমিকা অনস্বীকার্য। ছাত্ররাই সমাজ পরিবর্তন ও দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশ মসজিদ মিশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি মাওলানা মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ ফজলুল করিম, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. জসিম উদ্দিন আজাদ, চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী এবং চট্টগ্রাম-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ও সাবেক পৌর কমিশনার মো. তাহের।
এ ছাড়া আকবরশাহ থানা জামায়াতের আমীর অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হান্নান চৌধুরী, সেক্রেটারি মো. রেজাউল করিম, উপজেলা নায়েবে আমীর মো. রাশেদুজ্জামান মজুমদার, সহকারী সেক্রেটারি মো. কুতুব উদ্দিন শিবলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মিসবাহুল আলম রাসেল, উপজেলা বায়তুল মাল সম্পাদক আহসান হাবিব হিরো, যুব বিভাগের সভাপতি মো. শামসুল হুদা, পৌরসভা জামায়াতের আমীর হাফেজ মোহাম্মদ আলী আকবরসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইসলামী ছাত্রশিবিরের পক্ষে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক মো. তানভীরুল ইসলাম, সীতাকুণ্ড উপজেলা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ আশরাফ উদ্দিন, আকবরশাহ থানা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ রিদওয়ান এবং চট্টগ্রাম-৪ আসনের ছাত্র প্রতিনিধি মো. হাসান ইমাম।
সভা শেষে মোনাজাত ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।