ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে বালতির পানিতে ডুবে আয়াত মিয়া নামের ১৪ মাসের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে সুন্দরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রামডাকুয়া মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু আয়াত মিয়া রামডাকুয়া মহল্লার সাদিক মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে আয়াত মিয়া বাড়ির আঙিনায় খেলছিল। এসময় তার মা কাপড় ধোয়ার জন্য বালতিতে পানি ভরে রাখেন। খেলার একপর্যায়ে শিশুটি অসাবধানতাবশত বালতির পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর আয়াতের মা তাকে বালতির পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। পরে শিশুটিকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "বালতিতে রাখা পানিতে পড়ে আয়াত মিয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে। অভিভাবকদের সতর্ক দৃষ্টি থাকলে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব।"
এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অভিভাবকদের প্রতি শিশুদের প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।