নিজস্ব প্রতিবেদক:-
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) সদস্য সুজন বড়ুয়া ওরফে সাইমন (২৯) কে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩০ জুন) বিকাল ৪টার দিকে জালালাবাদ কুলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত সুজন বড়ুয়া খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি থানার বাসিন্দা এবং মৃত অশোক বড়ুয়ার ছেলে। তার বিরুদ্ধে লক্ষ্মীছড়ি থানায় চুরি ও নাশকতার অভিযোগে দুটি মামলা রয়েছে বলে জানা গেছে।
আটকের পর তাকে বায়েজিদ বোস্তামি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।