আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসএবি নামের একটি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ভাটা বন্ধ করে দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান।
জানা গেছে, উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান মাহামুদার রহমান বকুলের এসএবি ইটভাটার কিলন (চুল্লি) ভেঙে দিয়ে ভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্য, পুলিশ সদস্য এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছি। পরিবেশের ছাড়পত্র ছাড়া কোন ইটভাটা চলতে দেওয়া হবে না এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।