ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ

প্রকাশকালঃ ২৪ সেপ্টেম্বর ২০২৪ ০২:৩৭ অপরাহ্ণ ৩৬০ বার পঠিত
ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ

ঢাকা প্রেস
ফেনী প্রতিনিধি:-

 

ফেনী সীমান্তে বর্ডার গার্ড বাহিনী (বিজিবি) একটি বড় ধরনের চোরাচালানের ঘটনা প্রতিহত করেছে। সোমবার রাতে ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের চাঁদগাজী এলাকা সংলগ্ন সীমান্তবর্তী মুজাফফর মসজিদ নামক স্থান থেকে একটি পিকআপ ভ্যানসহ প্রায় কোটি তিন লাখ টাকা মূল্যের ভারতীয় কাপড় জব্দ করা হয়েছে।
 

বিজিবি সূত্রে জানা যায়, বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালানো হয়। এই অভিযানে সীমান্তবর্তী এলাকায় একটি পিকআপ ভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে তা থামানোর চেষ্টা করা হয়। তবে চালক পিকআপ রেখে পালিয়ে যায়। পরে পিকআপ তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় কাপড়ের ২০টি গাইট উদ্ধার করা হয়।
 

ফেনীস্থ-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানিয়েছেন, সীমান্তে চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত কাপড়গুলো শুল্ক অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।