আর্জেন্টিনাসহ ৪টি দেশ আয়োজন করতে চায় ২০৩০ বিশ্বকাপ
প্রকাশকালঃ
৩১ জুলাই ২০২৪ ০৫:০৬ অপরাহ্ণ ৫০৪ বার পঠিত
বিশ্ব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট বিশ্বকাপের শতবর্ষ পূর্ণ হতে চলেছে ২০৩০ সালে। এই ঐতিহাসিক মুহূর্তে বিশ্বকাপ আয়োজনের জন্য বিভিন্ন মহাদেশের দেশগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। লাতিন আমেরিকা বিশেষ করে এই আয়োজনের জন্য উৎসাহী। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ আয়োজনকারী উরুগুয়ে, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং চিলি যৌথভাবে এই আয়োজন করতে চায়।
আর্জেন্টিনা ইতোমধ্যে ফিফা সভাপতির সাথে এই বিষয়ে আলোচনা করেছে। তবে লাতিন আমেরিকা একমাত্র প্রতিদ্বন্দ্বী নয়। ইউরোপ থেকে স্পেন এবং পর্তুগাল যৌথভাবে, আর এশিয়া থেকে মরক্কো এবং সৌদি আরব যৌথভাবে এই আয়োজনের জন্য আবেদন করতে পারে।
২০২৬ সাল থেকে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের সংখ্যা বেড়ে ৪৮টি হওয়ায় একটি দেশ একা এই আয়োজন সামলাতে পারবে না। তাই যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো যৌথভাবে ২০২৬ বিশ্বকাপ আয়োজন করবে। ২০৩০ এর জন্যও এই ধরনের যৌথ আয়োজনই বেশি সম্ভাবনাময়। কোন মহাদেশ এই ঐতিহাসিক আয়োজনের স্বাধীনতা পাবে তা এখনও নিশ্চিত নয়। ফিফা এর সিদ্ধান্তের অপেক্ষায় গোটা ফুটবল বিশ্ব।