সাতক্ষীরার কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় আহসান হাবীব সুমন নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৫ মার্চ ২০২৫ ১১:০৩ পূর্বাহ্ণ   |   ১০০ বার পঠিত
সাতক্ষীরার কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় আহসান হাবীব সুমন নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত 

আবু জাফর,সাতক্ষীরা প্রতিনিধিঃ-


সাতক্ষীরার কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় আহসান হাবীব সুমন (৪৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন, তিনি আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও কালিগঞ্জ উপশাখার ম্যানেজার ছিলেন। 

 

মঙ্গলবার (৪ মার্চ) নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
 

এর আগে, সোমবার বিকেল ৪টার দিকে কালিগঞ্জ-সাতক্ষীরা সড়কের স্টার ফিলিং স্টেশনের সামনে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য যশোরে নেওয়ার পর সেখান থেকে খুলনায় স্থানান্তরের পথে রাত ১টার দিকে তিনি মারা যান।
 

প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, সোমবার ব্যাংকের দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে নিজ বাড়ি নলতা শরীফে ফিরছিলেন আহছান হাবীব সুমন। পথে স্টার ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে পাশের একটি ওয়াশ সেন্টার থেকে বেপরোয়া গতিতে বের হওয়া একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
 

তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাকে নলতা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর যশোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
 

নিহত আহছান হাবীব সুমন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা ও নলতা শরীফ এলাকার আবুল কাশেমের ছেলে। মৃত্যুকালে তিনি মা, বাবা, স্ত্রী, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
 

তার মৃত্যুতে পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।