নিজস্ব প্রতিনিধি (চট্টগ্রাম):-
চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের সীবিচ এলাকায় গড়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। চসিকের ম্যাজিস্ট্রেট টিমের অভিযানে সৈকতজুড়ে স্থাপিত ১২টি দোকান ঘর উচ্ছেদ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা। তাঁর সঙ্গে সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী, পতেঙ্গা থানা পুলিশ এবং টুরিস্ট পুলিশের কর্মকর্তারা , স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চসিক সূত্র জানায়, সৈকতের পরিবেশ রক্ষা, পর্যটকদের জন্য স্বচ্ছন্দে বিনোদন মুখর চলাচলের পথ সুগম করা এবং সরকারি জমি দখলমুক্ত রাখার উদ্দেশ্যে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা বলেন, “মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় পতেঙ্গা সমুদ্র সৈকতের পরিবেশ উন্নয়ন ও দৃষ্টিনন্দন রাখতে নিয়মিতভাবে অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
একটি পিআইডি তথ্য বিবরণী......