মুরাদনগরে যুবলীগ সভাপতি ইয়াসিন আরাফাত বাবু গ্রেপ্তার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২০ অপরাহ্ণ   |   ১৪০ বার পঠিত
মুরাদনগরে যুবলীগ সভাপতি ইয়াসিন আরাফাত বাবু গ্রেপ্তার

মুরাদনগর প্রতিনিধি:-

 

কুমিল্লার মুরাদনগরে যুবলীগ নেতা ও ইউপি সদস্য ইয়াসিন আরাফাত বাবুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রবিবার রাতে উপজেলার জাহাপুর ইউনিয়নে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
 

গ্রেপ্তারকৃত ইয়াসিন আরাফাত বাবু মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও জাহাপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
 

মুরাদনগর থানা সূত্রে জানা গেছে, উপজেলার আলীরচর গ্রামে দায়ের করা একটি মামলার ভিত্তিতে রবিবার রাতে কুমিল্লা ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। মামলার প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
 

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, নিয়মিত মামলার অংশ হিসেবে ইয়াসিন আরাফাত বাবুকে গ্রেপ্তার করা হয়েছে।