ঢাকা প্রেস নিউজ
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় প্রতি বছর দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বেগম রোকেয়া পদক প্রদান করে। এ বছর জাতীয় ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পদক অর্জন করেছেন কিংবদন্তি দাবাড়ু এবং ‘দাবার রানি’ খ্যাত রানী হামিদ।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বেগম রোকেয়া পদক প্রদান করেন। রানী হামিদ ব্যক্তিগতভাবে উপস্থিত না থাকায়, তার ছেলে, জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ পদকটি গ্রহণ করেন।
সমাজ, নারী শিক্ষা এবং নারীর ক্ষমতায়নে অসামান্য অবদান রাখার জন্য চারজন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক-২০২৪ প্রদান করা হয়।
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৪তম জন্ম ও ৯২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে বক্তৃতা দিয়ে বলেন, “বেগম রোকেয়ার স্মৃতিকে শ্রদ্ধা জানাতে এবং তাকে সম্মানিত করতে পেরে আমরা গর্বিত।”