ঢাকা প্রেস,নিজস্ব প্রতিবেদক:-
টিকা না পাওয়ায় রাজধানীর পান্থপথ এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলনরত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যগামী প্রবাসীরা সরে গেছেন। এতে প্রায় এক ঘণ্টা পর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে প্রায় ৩০০ প্রবাসী স্কয়ার হাসপাতালের সামনে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন। তবে বেলা সাড়ে ১১টার দিকে তারা সড়ক ছেড়ে সরে যান।
শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আজম জানান, ‘টিকা নিতে প্রবাসী ও ওমরাহ হজযাত্রীরা স্কয়ার হাসপাতালের সামনে এসেছিলেন। পরে তারা জানতে পারেন, প্রবাসীদের টিকার প্রয়োজন নেই। এ কারণে তারা সরে গেছেন। তবে ওমরাহ হজযাত্রীরা টিকা না পাওয়ায় তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে চলে গেছেন। বর্তমানে পান্থপথ এলাকায় কোনো আন্দোলনকারী নেই, এবং সড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।’
এর আগে সকালে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার উদ্দেশ্যে টিকা নিতে রাজধানীর বিভিন্ন হাসপাতালে যান প্রবাসী ও ওমরাহ হজযাত্রীরা। কিন্তু হাসপাতালগুলোতে টিকার সংকট দেখা দেয়। পরে তাদের জানানো হয়, টিকা পান্থপথের স্কয়ার হাসপাতালে পাওয়া যাবে। সে অনুযায়ী তারা সেখানে আসেন। তবে স্কয়ার হাসপাতালেও টিকা না থাকায় প্রবাসীরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন।