বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর ছিনতাইকারীদের হামলার ঘটনায় সোনারগাঁও থানা পুলিশ দুজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। সোমবার রাতে অভিযান চালিয়ে এ গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করা হয়।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতদের পরিচয় প্রকাশ করে তিনি জানান, তারা হলেন পিরোজপুরের রিয়াজুদ্দিনের ছেলে মোবারক হোসেন (৩০) এবং সামসুল আলমের ছেলে বিল্লাল মিয়া (৪৫)।
ওসি এম এ বারী বলেন, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর ছিনতাইকারীদের হামলার ঘটনায় আমরা অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।"