সোনারগাঁয়ে চাঁদাবাজ সন্ত্রাসী মাসুমের ক্ষমতার উৎস কোথায়?

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪২ অপরাহ্ণ   |   ৯৬ বার পঠিত
সোনারগাঁয়ে চাঁদাবাজ সন্ত্রাসী মাসুমের ক্ষমতার উৎস কোথায়?

বিশেষ প্রতিনিধি:-

 

০৯ ফেব্রুয়ারি ২০২৫, নারায়ণগঞ্জ: সম্পত্তি নিয়ে বিরোধের জেরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের কলতাপাড়া এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
 

প্রয়াত আব্দুর রবের ছেলে মো. জাহাঙ্গীর (৩৫) মুদি দোকানের সামনে আসতেই আগে থেকে ওঁত পেতে থাকা সন্ত্রাসী মুস্তাফিজুর রহমান ওরফে মাসুম তার বাহিনীসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। তারা জাহাঙ্গীরকে বেধড়ক মারধর করে, যার ফলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হামলাকারীরা তার কাছে থাকা নগদ ২০,০০০ টাকা এবং একটি টর্চ মোবাইল ছিনিয়ে নেয়।
 

স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীরকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
 

সন্ত্রাসী মাসুম ২০১০ সালে পুলিশের চাকরিতে থাকাকালীন দুর্নীতির দায়ে বরখাস্ত হন। এরপর থেকে তিনি চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও টেন্ডারবাজির সঙ্গে যুক্ত হয়ে পড়েন। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের কিছু প্রভাবশালী দোসরের সঙ্গে হাত মিলিয়ে তিনি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।
 

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, মাসুম কোথাও জমি কেনাবেচার খবর পেলেই মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভয়ভীতি দেখিয়ে, হামলা-মামলার ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। চাঁদা না দিলে নির্যাতন চালান।
 

এলাকাবাসীর দাবি, চিহ্নিত সন্ত্রাসী মাসুমকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।
 

ভুক্তভোগীর ভাই ইব্রাহিম খান এ ঘটনায় সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল বারী জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।