মোঃশফিকুল ইসলাম রাজশাহী ব্যুরোঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখ্য সমন্বয়ক শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে শনিবার চারঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
মিছিলটি চারঘাট বাজার প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে রূপ নেয়। সেখানে বক্তারা হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
সমাবেশে বক্তব্য দেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চারঘাট পৌরসভার মেয়র জাকিরুল ইসলাম বিকুল, চারঘাট পৌর বিএনপির সভাপতি মমিনুল ইসলাম (মমিন), সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালেক আদিল, নিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিনুর রহমান, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন মুকুটসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় চারঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।